মশারও রয়েছে পছন্দ অপছন্দ!হ্যা বন্ধুরা শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। অনেক সময় লক্ষ্য করবেন যে যখন আপনি একাধিক জনের সাথে রয়েছেন তখন মশা শুধু আপনাকেই কামড়ায় অন্যদের কাছে জায়েইনা। কারণ অন্যদের থেকে মশারা আপনাকেই বেশি পছন্দ করছে। মশা আসলে সবাইকে কামড়াতে পছন্দ করেনা।
এর কারণ আপনার শারীরিক কিছু অবস্থার ফল বলে মনে করেন বিজ্ঞানীরা। কিন্তু অনেক রকমের মশা নিয়ে এ গবেষণা করা হয়েছে।
আপনি মশার কাছে কতটা আকর্ষণীয় তা নির্ভর করতে পারে কী ধরণের মশা আপনার আশে পাশে আছে। মশা আজকাল নানান রকমের রোগ ছড়াচ্ছে। যেমন,চিকুনগুনিয়ার কথাতো বলতেই হয়না এছাড়াও আছে ম্যালেরিয়াা,জিকা,ডেঙ্গু ,ইয়েলো ফিভারের মতো রোগ। এজন্য আপনাকে সাবধান হতে হবে যেন মশার কাছে আপনি কম আকর্ষণীয় হন।
চলুন জেনে নেয়া যাক মশাদের কাছে কেন আপনি আকর্ষণীয় সে কারণগুলো-
১. গর্ভবতী নারী এবং ভারী শরীরের মানুষকে মশা বেশি পছন্দ করে থাকে ।কারণ তাদের শরীর থেকে বেশি কার্বন ডাই অক্সাইড নির্গত হয় ।
২. যখন বেশি পরিশ্রমের ফলে আপনি ঘেমে যান তখন মশা আপনার প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়ে ।কেননা পরিশ্রমের ফলে শরীরে ল্যাকটিক এসিড তৈরী হয় ।
৩. যারা অ্যালকোহল পান করে থাকেন তাদের প্রতি মশা বেশি আকৃষ্ট হয় ।এটি একটি ছোট গবেষণা থেকে জানা যায় ।
৪. যাদের শরীরের রক্ত ও টাইপ মশারা তাদেরকে কামড়াতে বেশি পছন্দ করে ।
৫. কিছু মানুষকে মশা কম কামড়ায় যদি ব্যাকটেরিয়ার বৈচিত্র্য ত্বকে বেশি থাকে ।
৬. কারো কারো শরীর থেকে এমন রাসায়নিক নিঃসরণ হয় যা মশাকে আকর্ষণ করে ।আবার কারো শরীর থেকে এমন রাসায়নিক নিঃসরণ হয় যা মশাকে দূরে সরিয়ে দেয় ।এটি সঠিক ভাবে বোঝা সম্ভব হয়না ।
৭. অন্যদের থেকে দ্বিগুণ পরিমাণে গর্ভবতী নারীদেরকে ম্যালেরিয়াবাহী মশা আক্রমণ করে থাকে জানান গবেষকরা ।