মানুষ আজকাল নানান মডেলের স্মার্ট ফোন কিনছেন যা একটা শখে পরিণত হয়েছে । কিন্তু সেই শখের ফোনটি যদি হাত ফস্কে একবার মেঝেতে পড়ে যায় তাহলে তার স্কিনটাই হয়েযায় চুরমার আর মনটাও হয়ে যায় অনেক খারাপ !তাই বন্ধুরা আর নয় মন খারাপ এমন একটি কাচ আবিষ্কার হয়েছে যা ভাঙবে হয়তোবা আপনার ইচ্ছায় কিন্তু তা জোড়া লাগবে নিজেথেকেই !এমনটা অবাস্তব মনে হলেও তা বাস্তবতায় রূপ দিতে সক্ষম হয়েছে টোকিও বিশ্ববিদ্যালয়ের কিছু গবেষক ।
সায়েন্স ম্যাগাজিনে এটি প্রকাশিত হয় যা স্ট্যান্ডার্ড.কো.ইউকে নামক প্রতিবেদন থেকে পাওয়া যায় ।সেখান থেকে জানা যায় যে গবেষকরা একধরণের আঠা তৈরী করেছিলেন টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাকুজো আইদার অধীনে ।শেখানথেকেই আবিষ্কৃত হয় সেই বিশেষ ধরণের কাচ যা ছিল একটি অবাক করার মতো ঘটনা ।
এই কাচটি এমন একটি কাচ যদি তা চিড়ে যায় বা ভেঙেও যায় তা নিজে থেকেই জোড়া লেগে যায় ।এজন্য কাচের টুকরোগুলি শুধু হাথের মধ্যে ধরে রাখুন । আর অল্প সময়ের মধ্যে লক্ষ্য করুন এর জাদু ! এই নিয়ে অধ্যাপক তাকুজো জানিয়েছেন,খুব দ্রুত এই আবিষ্কারটি স্মার্ট ফোনের জগতে বিপ্লব ঘটাতে পারে ।