চালকবিহীন গাড়ি! সিঙ্গাপুরে নুতোনোমির আবিষ্কার

চালকবিহীন গাড়ি

nuTonomy

সিঙ্গাপুরে এক আশ্চর্য আবিষ্কার চালকবিহীন গাড়ি! হ্যা বন্ধুরা  সিঙ্গাপুরে নুতোনোমি নামে একটি সংস্থা এমন এক আশ্চর্য ট্যাক্সি আবিষ্কার করেছেন যা চলবে কোনো চালক ছাড়াই । আপনার নির্দেশেই চলে যাবে আপনার বাড়ি আর নিয়ে যাবে আপনার কাঙ্খিত স্থানে । শুরুতে যাত্রীরা বিনা খরচেই উঠতে পারবে গাড়িটিতে  জানিয়েছেন সংস্থাটি । যাত্রীদের স্মার্টফোনের মাধ্যমেই চলবে গাড়িটি।

নুতোনোমির চালকবিহীন গাড়ি

সিঙ্গাপুরের এই সংস্থাটি সবার আগে চালকবিহীন গাড়ি আবিষ্কারে সাফল্য অর্জন করেছে । আজ পর্যন্ত গুগ্‌ল এবং ভলভোর মতো নামি দামি সংস্থাও এটি করতে সক্ষম হয়নি । নুতোনোমি যাত্রা শুরু করে ৬টি গাড়ি দিয়ে কিন্তু তারা জানিয়েছে এতেই তারা থেমে থাকবেনা এ বছরেই তারা লক্ষ্য অনুযায়ী গাড়ির সংখ্যা দ্বিগুণ  করবে । এরপর তারা পুরোপুরি ভাবে  ট্যাক্সি সার্ভিস চালু করবে ।

Leave a Reply